Apply Instruction

অনলাইনে ভর্তির আবেদন পদ্ধতি (নির্দেশিকা)

১ম ধাপঃ
যে কোন ইন্টারনেট ব্রাউজারের Address বারে সরাসরি www.bisc.edu.bd লিখুন। অতঃপর যে পাতাটি ওপেন হবে সেখান থেকে Admission Select করুন। তারপর Online Admission Select করুন|

২য় ধাপঃ

এরপর অত্যন্ত সতর্কতার সাথে আবেদন ফরমের প্রয়োজনীয় তথ্যগুলো পূরন করুন এবং আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন। প্রদত্ত তথ্যের সংশোধন প্রয়োজন হলে পুনরায় Edit করুন।
 ফরমটি পূরণ করার পর পৃষ্ঠার নিচের দিকে অবস্থিত Submit বাটনে ক্লিক করুন। অতঃপর Confirm বাটনে ক্লিক করার পর Registration Success হবে|

৩য় ধাপঃ

 এরপর Student Login প্রবেশ করুন এবং আপনার Username , Password দিয়ে প্রোফাইল এ প্রবেশ করুন।

 এরপর Payment মেনুতে প্রবেশ করে Pay Now button এ ক্লিক করুন। অতঃপর Confirm Payment এ ক্লিক করুন

 অতঃপর Trust Bank Mobile Money মেনুতে প্রবেশ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিন।

 Transaction Success হলে Admit Card পাওয়া হবে।

Admit Card টি Download করে নিন।

Please Add related image of the content